ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday 15 February 2014

রাহাত ভাইয়ের স্মৃতি পড়লে মনে

রাহাত ভাইয়ের স্মৃতি পড়লে মনে
এই হৃদয়ে উঠে ঝড়
পারিনা ভুলিতে তার হাসি ঐ মাখা মুখ
এই দুটি চোখে ঝরে ঝরনা অঝর

হাসিমাখা ঐ মুখে কি দারুণ মমতা
দিয়েছিলে দয়াময় অনুপম সততা
ভালোবেসে কাছে টেনে নিত সব সাথীদের
আজ সে-ই চলে গেছে সাথী হয়ে বেলালের
এই বুকে খা খা করে ভুলি তারে কি করে
চারপাশে আজো তাঁর ঘ্রাণ তোলে ঝড়

সুরমার ঢেউ কাঁদে কাঁদে বণ অরণ্য
শাহজালালের মাটি কাঁদে তাঁর জন্য
দুঃখিনী মায়ের চোখে দুঃখিনী বোনের মুখে
সাথী হারা সাথীদের শুন্যতা বুকে বুকে

বিশ্বাসী দুটি চোখে ছিলো দৃঢ় প্রত্যয়
জীবনের দামে কেনা জান্নাত মোহময়
আল্লাহ’র ভালোবাসা পেয়ে হলো ধন্য
শহীদি ঈদগাহে সে চির অনন্য
জান্নাতি ফুল হয়ে ছড়ালো সুরভী
ঈমানের নুরে তাঁর আলোকিত ঘর

No comments:

Post a Comment