ইসলাম আসছে সে আসবেই আসবেই আসবে।
শত্র“রা হাত বসে পরাজিত ক্ষোভে রসে
হতাশার আঁখি লরে ভাসছে, সে ভাসবেই ভাসবেই ভাসবে।
নাস্তিকতার দিন হয়েছে বিলিন,
শ্বেত ভল্লুক তার দেহ প্রাণহীন।
দ্বীন আসে বিজয়ের, দ্বীন আসে কোরানের,
সেই সুখে সারাদেশ হাসছে ।
হাসবেই হাসবেই হাসবে।
মরণের ভয়ে আজ থর থর কাঁপে
সব আযাযিল আর সব শয়তান,
ভেঙ্গে পড়ে অবশেষে কুফরী ও বাতিলের
সমস্ত আস্তানা সব জিন্দান।
মজলুমানের ঐ মিলিত মিছিল,
পায় সন্ধান নব হেরার নিখিল।
শোষকের পতনে দ্বীন আসে দু’চোখে
তৌহিদী জনগন জাগছে ।
সে জাগবেই জাগবেই জাগবে।
কথাঃ মতিউর রহমান মল্লিক
সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী
No comments:
Post a Comment