ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 16 February 2014

বল রাজা কে তোমার?

বল রাজা কে তোমার?
আল্লাহ আল্লাহ।
কেবা বাদশাহ তোমার?
আল্লাহ আল্লাহ।
এই পৃথিবীটা কার?
আল্লাহ তালার।
আকাশ জমীন কার ?
ভারী পাহাড়?
আল্লাহ তালার, আল্লাহ তালার।

রেখে দাও সবি বাকি চেওনা নগদ।
চেওনা এ দুনিয়ার ধন সম্পদ।
চলে যাবে ছেড়ে যত বড় বড় পদ
পরে রবে দুনিয়ার সব সম্পদ
সব কিছু হয় বল নির্দেশে কার?
আল্লাহ তালার।আল্লাহ তালার।
বল রাজা কে তোমার?
আল্লাহ আল্লাহ।

কথা ও সুর: খাদিজা আকতার রেজায়ী
কন্ঠ: হাসনা হেনা আফরিন

No comments:

Post a Comment