সবার সুখে হাঁসব মোরা কাঁদব সবার দুখে,
নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে ॥
এই তো আমরা করেছি পণ,
সবার মাঝে বিলেয়ে দেব আমাদের জীবন।
থাকব না আর বসে মোরা এবার কিছু করব,
সমাজটাকে ভেঙ্গে চুরে নতুন করে গড়ব ॥
জীর্ণ সমাজ চাইনা মোরা
জালিমের প্রাসাদ ভাঙ্গবই।
যে সমাজটা গড়ে গেছে আলী ওমর উসমান,
যে সমাজে মা বোনেরা পেল তাদের সম্মান ॥
মানবতার মুক্তির লক্ষে,
সেই সমাজটা প্রয়োজন।
কথা ও সুরঃ সুমন আজিজ
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী
No comments:
Post a Comment