রাতটা যখন নিঝুম হয়
চোখে সবার ঘুম,
বিজলি বাহন বোরাক
এসে ধরায় দিল চুম।
জাগলো না কেউ রাসুল ছাড়া,
দেখল জগত এ কোন ধারা।
সাত আকাশের মধ্যে আজি
বসলো সে কি ধুম !
রাসুল যাবেন খোদার কাছে,
এর চেয়ে খুশির কি বা আছে।
মানব জনম ধন্য হল ধন্য ধরা ঘুম।
কথাঃ শাহ আলম বাদশা
সুরঃ লিটন হাফিজ
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী
No comments:
Post a Comment