ইসলামী সঙ্গীত লিরিক্স

Thursday 13 February 2014

ঘড়ি চলে সময় যায় চলে

ঘড়ি চলে সময় যায় চলে,
যে সময় যায় চলে তা কখনো পাবেনা
স্রোত যেন এগুবে, পেছনে ফিরবেনা।

কোন কিছুর মোহে আজ পড়ে থাকলে চলবেনা,
ভুলে যেতে হবে সব দ্বীন কায়েমের তরে।

আসবে তো জীবনে ঝড় তুফান,
সত্যের সম্মুখে হবে অবসান।
এই ক্ষণ ফুরালে তা কখোন পাবেনা।

হয়েছে ঐ দেখ সত্যের সুর্যদয়
চোখ মেলে দেখ আজ আছ কেন ঘুমিয়ে।

ঘুম থেকে আজ তুমি ওঠো দাঁড়িয়ে,
বিপ্লব ডাকে যেন হাত বাড়িয়ে।
এই পথে না এলে মুক্তি মিলবে না।

কথা ও সুরঃ মামুনুর রশিদ
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী

No comments:

Post a Comment