ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 1 February 2014

ঈমানের লেশ যার অন্তরে আছে

ঈমানের লেশ যার অন্তরে আছে-
চোখ মুদে থেকো না
মুখ বুজে আর-
কান পেতে শোন- কান পেতে শোন
শোনা যায় নাকি হাহাকার!
চোখ মুদে থেকো না
মুখ বুজে থেকো না,
ঘুম ঘোরে থেকো না আর
ঘর কোনে থেকো না আর ।

মানবতা শব্দে আযাযিল অধিকার,
মুমিনের বুক আর পাঁজরের রক্ত।
জমে যাওয়া রক্তে কেন দাও গড়তে
ফেরাঊন নমরুদ হামানের তখত?
আ...আ...
চেনা চেনা প্রিয় প্রিয় মুখ গুলো
চোখ থেকে কেড়ে নেয় চোখ খুলো। (মেলো)
কত বাড়ি পুড়ে হল ছার !

প্রতিবাদ শব্দে সূর্‍যের তেজ দাও
বজ্রের গতি দাও তাকবীর শ্লোগানে,
অবসাদ ভেঙ্গে দাও সীসা ঢালা ঐক্যের
আল্লাহু আকবার আল্লাহ গানে।
আ...আ...
খালিদ আর হামজাকে বুকে ধরে
বদরের আল্লাহ স্মরণ করে
জেগে ওঠো জাগো আর এক বার।

কথাঃ ও সুরঃ আব্দুস শাকুর তুহিন

No comments:

Post a Comment