রকেট তো নয় বিজলি যানে ছুটল কে
সাত আকাশের পর্দাখানি টুটল কে ॥
মেঘলা রাতে লাগলকে সে,
খোদার সাথে মিলল এসে।
ইনাম রেদা রাজলা বোনে লুটলকে।
ঘটল একি তারার বুকে,
নাচল সকল সৃষ্টি সুখে।
কোন সে মহান সাত আকাশে উঠলকে ।
কুলের জোড়ায় কান্না সাথে
ছড়িয়ে দিল উদার হাতে
ফুলের সেরা ফুল হয়ে সে ফুটল কে।
কথাঃ শাহ আলম বাদশা
সুরঃ আলী আহাদ
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী
No comments:
Post a Comment