যদি গড়তে হয়
ও গো দয়াময় প্রেমের নদী গড়ে
হয়ে ভালবেসে যাব তোমাকে
হৃদয়ের সুগভীরে পাবো তোমাকে।
তুমি যে আমার জান
গান, ভালবাসা অফুরান,
শোণিতের সুরে সুরে আমি শুধু গাব তোমাকে।
দুরে দুরে থাকো এই প্রাণে সই না,
পর করে রাখা এই প্রাণে সই না।
আমি যে তোমার হবো,
তোমাতে বিভোর রব
একবার পেলে কাছে,
আর না হারাবো তোমাকে।
কথাঃ সায়ীদ আবু বকর
সুরঃ প্রত্যয় শিল্পীগোষ্ঠী,
রাজশাহী অ্যালবামঃ হৃদয়ের স্বরলিপি
No comments:
Post a Comment