তোমরা আল্লার কোন কোন নিয়ামত করবে অস্বীকার
যেখানে তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার।।
যিনি তোমাদের শিক্ষা দিয়েছেন আল কোরান, আল কোরান
কথা বলবার শক্তিও যিনি করেছেন দান, করেছেন দান।
সমস্ত সৃষ্টি তার স্বরনে রয়েছে মশগুল
কেবল মাত্র মানুষই তাকে চিন্তে করে ভুল
তার করুণা, তা'র করুণা
ঘিরে আছে পৃথিবীর চারিধার।।
আকাশের পর্দা ছিড়ে বৃষ্টি নামে তার ইশারায়, তার ইশারায়
দৃষ্টিহীন ঐ আকাশ ভরে দেয় তারায় তারায়, তারায় তারায়।
চামড়ার মত ফেটে যাবে ঐ আকাশটা একদিন
পৃথিবীর সবকিছুই একদিন হয়ে যাবে বিলীন
তার হুকুমে, তা'র হুকুমে
দেয়া হয় যদি এক ফুৎকার।।
ভালো
ReplyDeleteআলহামদুলিল্লাহ 🥰
Deleteতুমি
ReplyDelete🌼🌼🌼🌼🌼🌼
DeleteMasha Allah oneck shundar
ReplyDelete