ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 16 February 2014

সত্যের পথিকদের হতে হবে নির্ভিক

সত্যের পথিকদের হতে হবে নির্ভিক
যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।
পবিত্র কুরআনের সুমহান বাণী
হামযা খালেদ ও এপথে জানি
জীবন বিলাতে হবে হেসে খেলে
যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।

হৃদয় তোমার ইসলামের আলোয় আলোকিত
তবে কার ভয়ে আজ তুমি ভীত
বাতিলের সাথে লড়াইয়ে জিততে হলে

যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।

জান্নাত যদি শুধু কামনা হয়
সত্যের পথে কেন তবে আর ভয়
বিজয় তো তোমারি শহীদ হলে

যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।

আলোর পথ তো চিরদিনই কাঁটায় ভরা
চলবেই সত্যের ভাংগা গড়া
তবু থাকবে অবিচল আলোর পথে

যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।

জাগতেই হবে তোমাকে নতুন করে
কাঁপবে বাতিল মরু সাইমুম ঝড়ে
বিশ্বটাকে সত্যের পথ দেখাতে হলে

যেতে হবে এগিয়ে সাহসের মশাল জ্বেলে ।।

No comments:

Post a Comment