ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 16 February 2014

হে প্রভু মোর হৃদয়টাকে

হে প্রভু মোর হৃদয়টাকে
জ্ঞানের জন্য খুলে দাও।
কঠিন কঠিন পড়াগুলো
সহজ সরল করে দাও।
কবুল কর খোদা এই কলেমা
রাব্বি জিদনি ইলমা।

পাঠে আমার মন দিও গো
অংক যেন হয় না ভুল,
খেলাতে নয় পড়ার জন্য
মন যেন গো হয় ব্যাকুল।
কবুল কর খোদা এই কলেমা
রাব্বি জিদনি ইলমা।

যখন আমি পড়তে বসি
মনযে পাঠে রয়না।
পাখির মত উড়াল দেয় সে
পড়তে যে সে চায়না।
কবুল কর...

No comments:

Post a Comment