ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 16 February 2014

বাগান ভরা ফুল ফুটেছে গাইছে পাখি গান

বাগান ভরা ফুল ফুটেছে গাইছে পাখি গান
চোখে আমার ধরল নেশা আল্লাহ মেহেরবান।

গানে গানে ভরল হৃদয় কি মধুময় কিযে বিস্ময়
কার তুলিতে এমন ছবি এমন রংয়ের বান।
আল্লাহ মেহেরবান...

তুলি রংয়ে আঁকা মুগ্ধ করে কেবল সবি
অবাক লাগে কি মোহময় কি অপরূপ দান।
আল্লাহ মেহেরবান..

আমরা চল শোকর করি বলি সবাই আল্লাহ বলি
তারি দয়ায় এই পৃথিবী পাখির মধুর গান।
আল্লাহ মেহেরবান...

No comments:

Post a Comment