ইসলামী সঙ্গীত লিরিক্স

Thursday, 13 February 2014

কলকাতায় জল থৈ থৈ ঢাকার বুকে খরা

কলকাতায় জল থৈ থৈ ঢাকার বুকে খরা,
ভালোই ভালোই বলছি দাদা ফারাক্কা বাঁধ সরা ॥

মাঠের ফসল যায় পুড়ে যায় নদী নালা শেষ,
আমার ঘরে নাইরে এখন বাঁচার পরিবেশ।
সবুজ শ্যামল দেশটা আমার তোর কারণে মরা ।

আমার স্বদেশ বিরাণ ভুমি বানাইয়া পাজি,
স্বর্গসুখে থাকবি রে তুই হয় কখনো কি ।
শ্যামলিন এই প্রকৃতিটা তোর বাবার কি গড়া।

কথাঃ মমিনুর রহমান
সুরঃ হাসিনুর রব মানু

No comments:

Post a Comment