ইসলামী সঙ্গীত লিরিক্স

Thursday, 13 February 2014

ও আমার দেশ, প্রাণ প্রিয় দেশ

ও আমার দেশ,
প্রাণ প্রিয় দেশ সুখে দুখে তোমায় জড়িয়ে রবো ॥

তোমার জন্যে রক্ত দিয়েছি ঢেলে,
তোমার জন্যে দুচোখ ভরেছি জলে॥
তোমার জন্যে উজাড় করে প্রাণ বিলিয়ে দেব
জীবন বিলিয়ে দেব ।

তোমায় একেছি লাল সবুজ পতাকায়,
তোমায় এঁকেছি ভালোবাসার আঙ্গিনাই ॥
অনুরাগে অনুভবে তোমাকেই ভালোবাসাবোই।

তোমার মাঝে পেয়েছি মায়ের পরিচয়,
তোমাকে পেয়েছি স্বপ্নের মত মায়াময়॥
মমতার ঐ বন্ধনে তোমাকেই প্রাণে রাখবই।

কথাঃ শাহাদাত হোসেন স্বপন
সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী

No comments:

Post a Comment