শোন আমার ফুলের মত ছোট্ট বন্ধুগন
আল্লাহ তালার আদেশ মানো কর তার স্মরণ।
বেশি বেশি কসম করে যারা।
পদে পদে লাঞ্চিত হয় তারা।
করোনা কখনও এদের
পথ অনুসরণ।
শোন আমার ফুলের মত ছোট্ট বন্ধুগন
আল্লাহ তালার আদেশ মানো কর তার স্মরণ।
বদ দেমাগ আর রুক্ষ স্বভাব যার
করে যারা মিথ্যে অহংকার।
চোগলখোরি করতে ভালবাসে।
অভিশাপ আর গাল দেয় অনায়াসে।
বন্ধু ওরা নয় তোমাদের
ওদের হীনমন।
আল্লাহ তালার আদেশ মানো কর তার স্মরণ।
শোন আমার ফুলের মত ছোট্ট বন্ধুগন
আল্লাহ তালার আদেশ মানো কর তার স্মরণ।
No comments:
Post a Comment