ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 15 February 2014

ধান কাইটপ্যা যামু চ ধান কাইটপ্যা যামু

ধান কাইটপ্যা যামু চ
ধান কাইটপ্যা যামু,
নবান্ন করমু বউ
পিড়্যাতে বসি রানবে পায়েশ ও ক্ষীর হো।

ও মতি ও দুরুল
ও জব্বার ও মকবুল,
নি আয় কাইদা নি আয় নি
আয় ভাইরা নি আয়,
নি আয় গরুর গাড়ী কাটমু ধান ।
হাঁরা নবান্ন করমু ঐ
আসার আগে ভরা বাণ।

ও চম্পা ও যাদু
ও বিলকিস ও খুদু,
তোরা নানাকো কস
মিয়া ভাই ও কো কস,
ওরা নবান খাবার আসে যেন।
শোন ঢেঁকিরও শব্দ তোর
মাও বুঝি কোটোছে ধান।

কথা ও সুরঃ লিটন হাফিজ

No comments:

Post a Comment