ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 15 February 2014

ইয়া আল­াহ তোমার অসীম করুণায় আমরা মুসলমান

ইয়া আল­াহ ........................
তোমার অসীম করুণায় আমরা মুসলমান
তোমার আইন দিয়ে মোরা গড়বো এই জাহান
সেই শক্তি দান কর সেই শক্তি দান ।

যায় না দেয়া তোমার দানের কোন প্রতিদান।
তোমার আদেশ তোমার নিষেধ তোমারী সম্মান-
মোরা রাখবো অটুট ।।
শুধু কবুল করো হে দয়াবান
মোদের এই আরমান।

মোদের প্রিয় রাসূল যে পথে করেছে গমন,
চলবো সে পথে যে পথে বলেছ হে সুমহান ।
ঝরে রক্ত ঝরুক -
তবু আগলে যেন রাখতে পারি
বুকে আল কোরআন ।

কথা ও সুরঃ লিটন হাফিজ
এলবামঃ রুহী

No comments:

Post a Comment