ইসলামী সঙ্গীত লিরিক্স

Thursday 13 February 2014

তোমার মত নাই দরদী নাইরে দয়াবান

তোমার মত নাই দরদী নাইরে দয়াবান
খোদা তুমি মেহেরবান ॥ মোদের যখন যা প্রয়োজন তাই কর দান
তুমি বড়ই মেহেরবান।

ক্ষুধা পিপাসায় অন্ন পানি,
সবিই তো তুমি যে দাও গো আনি।
মাঠে মাঠে সোনার ফসল
বৃক্ষ ফলবান তুমি বড়ই মেহেরবান।

দিনের বেলায় সুর্য দিয়ে ঘুচাও রাতের কালো
রাতের আঁধার দুর কর যে জ্বেলে চাঁদের আলো।

বুক ভরিয়া নেই যে নিঃশ্বাস
তুমি দাও সেই মধুর বাতাস।
তোমার দয়া সকল খানে
রয় যে অফুরান তুমি বড়ই মেহেরবান।

কথাঃ আব্দুল লতিফ
সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী

No comments:

Post a Comment