সাইয়্যেদুল মুরসালিন মুরসালিন মুরসালিন
কাটতো না জাহেলী আঁধার তুমি বিহীন ।
তুমি এলে অরুণ হয়ে মরুর বুকে,
তুমি হলে দীন ভিক্ষারী দিপ্ত পিদিম।
তুমি এলে ছড়ালে ন্যায়ের আলো,
হৃদয়ের সুপ্ত আশা জগত ছড়ালো।
জোনাকির আলোর মত জাগলো শপথ,
সে শপথ অনির্বাণ অন্তবিহীন।
তুমি এলে শান্তির ঝান্ডা হাতে,
হলো দুর দুঃস্বপ্ন দুঃখীর হৃদয় হতে।
সে বাণী সবার প্রাণের ঘুম ভাঙালো,
সে বাণী অর্নিবাণ অন্তবিহীন।
কথা ও সুরঃ লিটন হাফিজ
ধন্যবাদ, লিরিক টা শেয়ার করার জন্য
ReplyDelete