ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 16 February 2014

আল্লাহ তালার রাস্তা ধর

আল্লাহ তালার রাস্তা ধর
সহজ সরল রাস্তা ধর
শক্ত করে ধর।
এই তুফানে নয়তো উড়ে যাবে।
বাকীর খাতায় সবকিছু হারাবে।

আজকে করো যতো আয়োজন
দেখবে এসব নেয়ার প্রয়োজন।
এক পলকে সবকিছু ফুরাবে।
বাকীর খাতায় সবকিছু হারাবে।

মালাকুল মউত সামনে হবে খাড়া
কেউ দেবে না তোমার ডাকে সাড়া।
হীরের খনি দেয় যদি কেউ খুলে
তখন তুমি নিবে কি তা তুলে।
চোখ মেলে কি দেখার সুযোগ পাবে।
বাকীর খাতায় সবকিছু হারাবে।

1 comment: