আল্লাহ তালার রাস্তা ধর
সহজ সরল রাস্তা ধর
শক্ত করে ধর।
এই তুফানে নয়তো উড়ে যাবে।
বাকীর খাতায় সবকিছু হারাবে।
আজকে করো যতো আয়োজন
দেখবে এসব নেয়ার প্রয়োজন।
এক পলকে সবকিছু ফুরাবে।
বাকীর খাতায় সবকিছু হারাবে।
মালাকুল মউত সামনে হবে খাড়া
কেউ দেবে না তোমার ডাকে সাড়া।
হীরের খনি দেয় যদি কেউ খুলে
তখন তুমি নিবে কি তা তুলে।
চোখ মেলে কি দেখার সুযোগ পাবে।
বাকীর খাতায় সবকিছু হারাবে।
https://youtu.be/0lA3bA6cQL0
ReplyDelete