ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 16 February 2014

ফুল ফোটে হেসে বলে ইয়া রাসুলাল্লাহ

ফুল ফোটে হেসে বলে ইয়া রাসুলাল্লাহ।
পাখি ওঠে গান গেয়ে বলে ইয়া রাসুলাল্লাহ।

সূর্য ওঠে আলো নিয়ে
জগতটাকে দেয় রাঙিয়ে।
রাঙা আলো উঠে বলে ইয়া রাসুলাল্লাহ।
ইয়া রাসুলাল্লাহ।

চন্দ্র হাসে গগন কোলে
তারি পাশে তারারা দোলে।
চাঁদ তারা গেয়ে উঠে ইয়া রাসুলাল্লাহ।
ইয়া রাসুলাল্লাহ।

4 comments:

  1. লেখকও সুরকার কে?

    ReplyDelete
    Replies
    1. কাজী নজরুল ইসলাম

      Delete
    2. এই গানটির কথা ও সুর কে

      Delete