ইসলামী সঙ্গীত লিরিক্স

Thursday, 13 February 2014

যারা দিন আনে দিন খায়, ফুটপাতে ঘুম যায়

যারা দিন আনে দিন খায়,
ফুটপাতে ঘুম যায়,
কি যেন কি বলতে চাচ্ছে ওরা ,
শোষকের হাত থেকে এদেশকে বাঁচাতে
একদল মুজাহিদ দাও হে খোদা,
সে তো আমরা, সে তো আমরা, সে তো আমরা।

বন্যায় কবলিত জীর্ণ শিশু
দ্বারে দ্বারে ঘুরে ফিরে ঝরে অশ্রু,
আরশ কাঁপে তার দীর্ঘ শ্বাসে
তবুও মানুষ দেখে যায়না পাশে।
তাদের কে বাঁচাতে, হাসিমুখ ফেরাতে
একদল সৈনিক দাও হে খোদা।

রক্তকে ঘাম করে রিক্সা টানে
চৈত্রের খরা রোদে ইট যে ভাঙ্গে,
পিঠে বোঝা চাপিয়ে হাটে কে পাশে
চলতে পারেনা কুলি বয়স শেষে।
এদেরকে বাঁচাতে, হাসিমুখ ফোটাতে
একদল সৈনিক দাও হে খোদা।

কথা ও সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী

No comments:

Post a Comment