ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 15 February 2014

ভোটের নামে এ কি আজব খেলা

ভোটের নামে এ কি আজব খেলা
বুবুগো তুমি দেখাইলা
তোমার চেলা ইসি মারলো ঠেলা
রাইতের আন্ধারে তুমি এ কী কান্ড ঘটাইলা

৫ তারিখের সকাল দুপুর বিকেলও যায় গড়িয়ে
ভোটার বিহীন সব কেন্দ্র গুলো পড়লো যেন ঝিমিয়ে
এমন সময় সব সোনার ছেলে
চেতনার আগুনে উঠলো জ্বলে
নির্বাক জাতী দেখে টিভিস্ক্রিনে
ভোট দিলো দিলো ভোট বাস্কো ফাটাইয়া

পুলিশ র‍্যাব দিয়া মারছো মানুষ
ক্ষমতার লোভে তুমি হইছো বেহুশ
নষ্ট বামের পাল্লায় পইড়া
জাল ভোটের মহোৎসবে হইছো তুমি খোশ

ভাগা ভাগী কইরা আসন ভোটের নাটক সাজাইয়া
ভোট ডাকাতি কইরা তুমি গেলা শেষে ফাসিয়া
মিডিয়াতে সব হইলো প্রচার
দালালরা তবু বলে সফল সরকার
বিশ্ব অবাক বলে এ কী কারবার
চলছে হায় বাংলাদেশে দেখো চাহিয়া

কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

No comments:

Post a Comment