আকাশের জোছনা খানি
কার ইশারায় জ্বলতাছে,
মাওলা ছাড়া কে জ্বালাবে
দেখা নয়ন জুড়তাছে।
আকাশের লক্ষ তারা
কার ইশারায় জ্বলতাছে,
মাওলা ছাড়া কে জ্বালাবে
দেখা পরাণ ভরতাছে।
আঁধারের ঘুম ভাঙ্গায়ে
প্রভাতের সুরুজ খানি,
আলোময় করতাছে ভাই
খোদারি এই ধরনী ।
বলতো কার ইশারায়
সুরুজ খানি উঠতাছে,
মাওলার ইশারায় সুরুজ
উঠতাছে আর ডুবতাছে।
লক্ষ লক্ষ বৃক্ষ শাখে
ফুটতাছে কলি,
সুবাসিত করতাছে ভাই
পরানের অলি-গলি ।
বলতো কার ইশারায়
এমন কলি ফুটতাছে,
মাওলার ইশারায় কলি
ফুটতাছে আর ঝরতাছে।
কথা ও সুরঃ লিটন হাফিজ
No comments:
Post a Comment