আমার বাপে আমারে ভার্সিটি পাঠাইলো
জাইনা শুইনা ক্যান যে আমায় জলে ডুবাইলো।
প্রাইমারী হাই স্কুল আর কলেজ পাশ করিয়া
কোন খানেতে আইলাম আমি গেলাম যে গো ভাইসা।
ভর্তির আগে ভালোই ছিলাম পাগল হইলাম শেষে।
কিলাস টিলাস বাদ দিয়া বাগানের ওপারে
নাচের প্রাক্টিস দেখো তাদের হলিউড ফেল মারে।
এই হানেতে পাস করলেনি হইবো প্রফেসর।
কথাঃ হাসিনুর রব মানু
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী
No comments:
Post a Comment