ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 16 February 2014

মা বলে খোদার পথে চলো তুমি খোকন

মা বলে খোদার পথে
চলো তুমি খোকন।
এপথ ছাড়া অন্য পথে
ভরবে না তো মন।

ইসলামেরই ধ্বজা তুমি
শক্ত করে ধর।
তাকে চিনতে কোরান হাদীস
আরো কিছু পড়।
তার মহিমা আদায় কর
পূর্বে আসতে মরণ।

এ পথেতে চলতে তোমার
একটু কষ্ট হবে।
তবু সদা তার মহিমা
তোমার সাথে রবে।
প্রভুকেই মনে কর
তুমি অতি আপন।

No comments:

Post a Comment