খুশবু কিসের জানো মা রক্ত কিসের,
এযে শহীদী দেহ তোমার তরে ।
তুমি মা কেঁদোনা মা-ও---------
আছে আরও লক্ষ সেনা তোমার কোলে ।
তুমি মা স্মরিও মোরে তাদের পরশে,
ওরা মা আনবে বিজয় আল- কোরআনের।
তুমি মা ভেবোনা মা-ও------------
চিরদিন কেউ রবে না দুনিয়াতে।
তুমি মা করিও দোয়া খোদার আরশে,
ওরা মা ভাঙবে শিকল অত্যাচারের।
কথা ও সুরঃ লিটন হাফিজ
No comments:
Post a Comment