ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 15 February 2014

ভোরের পাখি হয়ে আমরা দ্বীনের কথা বলি চলো

ভোরের পাখি হয়ে আমরা
দ্বীনের কথা বলি চলো,
দ্বীনের মুসাফির হয়ে
দ্বীনের পথে চলি চলো ।

আল­াহ দিয়েছে আলো কোরআনের
আল­াহ দিয়েছে পথ রাসূলের ।
হৃদয়টা সে আলোতে ভরি
সে পথে আমরা চলি চলো।

যে পথে খোদাকে পেতে বাধা নেই
যে পথে রাসূল ছাড়া কিছু নেই ।
সে পথে প্রাণের মায়া ভুলি
এই প্রত্যয়ে চলি চলো।

কথা ও সুরঃ লিটন হাফিজ
এলবামঃ রুহী

1 comment:

  1. গানটা ডাউনলোড লিংক থাকলে ভাল হয়

    ReplyDelete