নাও বাধিস না, নাও বাধিস না,
নাও বাধিস না ঘাটে, ও মোর নাও এর মাঝিরে,
নাও যাবে মোর সোনার মদীনাতে।
কুল কিনারা নাহি দেখি
চলি আমি প্রবল স্রোতে,
মাঝিরে, মাঝি আমার....
ঝড় বাদল আর বৃষ্টি আসুক
থামবে না কোনটাতে।
আরব ধরনীর উপরে
নবী আমার আছেন শুয়ে,
নদীরে, নদী আমার....
সেই দেশেতে গিয়া আমার
চাই প্রাণ জুড়াতে।
কথা ও সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী
No comments:
Post a Comment