মাগো তোমার চাঁদ মাখা মুখ
দেখা হয়না কত দিন।
ঘরটা আমার খাঁ খাঁ করে
অশ্রু ঝড়ে দুচোখ ভরে
বুকে কষ্ট সীমা হীন।
তুমি চলে গিয়ে আমার
হল কি যে ক্ষতি।
এলোমেলো হয়ে গেল
এই জীবনের গতি।
এখন বন্দি শুধু মনের ফ্রেমে
স্মৃতির কফিন।
ছিলে তুমি চলার পথে
সবচে প্রিয় সাথি।
হৃদয় জুড়ে ছিলে মাগো
হয়ে আলোর জ্যোতি, মাগো
হয়ে আলোর জ্যোতি।
এখন সঙ্গী হল আমার দেখো
আঁধার গহীন।
ধন্যবাদ
ReplyDeleteSukran
ReplyDelete