আমাদের সেই লোকের প্রয়োজন-
যার জামার কোণা কাঁটায় বিধে আটকে গেলেও
যাবে ছুটে দ্বীনের কাজে ভাববে জামা নিষ্প্রয়োজন।
আঁধারের পথ হারানো পথিক যারা,
জীবনের ভুলগুলি আজ করছে তারা।
(তাদের পিছে) দড়িয়া ছুটিয়া যারা,
আপনার পাপের ফাঁদে আটকে গেছে,
সেই আধ মরাদের বাঁচার পথে আনবে যে জন।
জমিনে পাপের সাগর গড়লো যারা হাবুডুবু
সেই সাগরেই খাচ্ছে তারা।
(মরণ বিষে) জ্বলিয়া পুড়িয়া যারা,
অঙ্গার হইয়া গেল অবশেষে,
সেই আধ মরাদের বাঁচার পথে আনবে যেজন।
কথা ও সুরঃ লিটন হাফিজ
No comments:
Post a Comment