ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday 1 February 2014

দে খোদা তোর শাসন দে

দে খোদা তোর শাসন দে,
জাহেলী এ সমাজ ভেঙে দে।
হাবীবে রাসুল আসবে না যে,
এ দায়িত্ব কে নেবে।

এই সমাজে নেই আবু বকর
নেই যে ওমর আর বীর হামজা,
নেই যে খালিদ নেই যে ওসমান
নেই যে বেলাল নেই কোন সাহাবা।
তবু মানবের মুক্তির-
কোরআনের এ সমাজ আনতে হবে যে মুমিনকে।

কত মানুষ না খেয়ে থাকে
মাথাগুজার নেই কোন ঠায়,
যৌতুকের ফাঁসে গলা ঝুলিয়ে
কত বোন যে প্রাণ হারায়।
সুদ ঘুস মদ হিরোইন নারী হরণ
ভেঙে দে যেনার বস্তীকে।

কথাঃ হাসিনুর রব মানু
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী

No comments:

Post a Comment