মাগো মা ওগো মা
তুমি কেঁদো না।
তোমার ছেলে লড়বে মাগো
আল কোরানের পথে
লড়তে গিয়ে যায় যদি মা
এই না জীবন তাতে,
দু'চোখেরি জল মাগো তুমি ফেলো না।
বেঈমানেরা কোরানকে আজ
ধ্বংস করতে চায়।
বল মাগো এসব কি আর
মেনে নেয়া যায়।
মুসলিম আজ মজলুম
তুমি চেয়ে দেখো না।
ছোটবেলায় একবার শুনেছিলাম, তার পর থেকে আজ অবধি খুঁজে চলেছি । এখানে পেলাম তবে পুরোটা না। 🥲
ReplyDelete