ইসলামী সঙ্গীত লিরিক্স

Thursday 13 February 2014

আমরা মানুষ কেন এমন মরতে হবে যেনেও

আমরা মানুষ কেন এমন
মরতে হবে যেনেও,
না জানার ভান করি
না বোঝার মত চলি।

সকলে আমরা জানি জান্নাতে কি শান্তি,
তবুও আমরা মিছে আলেয়ার পিছে পিছে
ছুটে ছুটে আনি যে ক্লান্তি ।
শুনবে কে প্রভু মোদের আহাজারি।

জুমাতে শরিক হই সুগন্ধি পোশাকে,
পরিণত হয় খোদার খাঁটি আশেকে।
অফিসেতে ঘুষ খাই ব্যবসাতে চুরি,
ভাবি না খোদার চোখ সমগ্র জুড়ি।

সকলে আমরা জানি দোযখে কি শাস্তি ,
কাঁদিনা তার কাছে ভুল বুঝে অবশেষে
আসবে কি করে মনে স্বস্তি।
কেনই নেবে প্রভু তরী পার করি।

কথা ও সুরঃ হাসিনুর রব মানু
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী

No comments:

Post a Comment