আমার এক পড়শি ছিল পাশে ছিল ঘর।
আমি তো কোন দিনই নিইনি তার খবর।
প্রতিবেশীর খবর নেয়া সুন্নাতে রাসুল
নবীর মত আমরা তো কেউ চলিনা এক চুল।
প্রতিবেশী ভাই সে তোমার নয় সে তোমার পর।
আমি তো কোন দিনই নিইনি তার খবর।
রসুল তাদের ঘরে গিয়ে খাবার দিয়েছেন।
সকল সময় আপন করে খবর নিয়েছেন।
দিওনা কখনও ব্যথা প্রতিবেশির বুকে
তোমার ঘরের ধোঁয়াও যেন তার ঘরে না ঢুকে
নবীর যারা প্রিয় তারা রাখে সে সবর।
আমি তো কোন দিনই নিইনি তার খবর।
আমার এক পড়শি ছিল পাশে ছিল ঘর।
আমি তো কোন দিনই নিইনি তার খবর।
No comments:
Post a Comment