ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday 1 February 2014

ও বুবুজান দেইখা যা না আমার কলেজে

ও বুবুজান দেইখা যা না আমার কলেজে,
লেহাপড়া অহন আমার নাই তো নলেজে।

আব্বাজানের কাঁচা টাকায় সওয়ার হইয়া তাই
কলম ছাইড়া অস্ত্র নিছি মন্দ করি নাই।
লেহা পড়ায় কি কাম হইবো,
সবাই বেকার পোলা কইবো।
আব্বারে কও ভালা আছি বাড়ি যামু না।

বিধি তুমি কইরা গেলা মানুষ সবাই সমান
পুলিশ একা অস্ত্র পাইবো এ কেমন বিধান।
জ্ঞান দিয়া ভাত জোটে না,
অর্থ ছাড়া প্রেম মেলে না।
ফুটুস ফাটুস মাইরা গুলি নাইরে কোন ভাবনা।

কথাঃ হাসিনুর রব মানু
প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী

No comments:

Post a Comment