হতাশ হয়োনা তুমি হয়োনা হতাশ
সামনে এগিয়ে দ্যাখো উদার আকাশ
রজনী গভীর হলে প্রভাত কাছে
তটিনী শুকালে আবার শাওন আছে
তুমিও কখনো তাই হয়োনা নিরাশ
জীবনের রংধনু বড়ই নিঠুর
পথের স্মৃতির পাতা বেদনা বিধুর
বৈশাখী বয়ে আনে নতুন আবাস
পাখিদের গানে আসে স্নিগ্ধ আলো
মঞ্জিলে যেতে আরো কষ্ট ঢালো
বইবে জীবনে তোমার দখিনা বাতাস
কথা: ড. মাহফুজুর রহমান আখন্দ
সুর: মতিউর রহমান খালেদ
No comments:
Post a Comment