ইসলামী সঙ্গীত লিরিক্স

Sunday, 16 February 2014

সবাই বলে মা নাকি ঐ মেঘের দেশে থাকে

সবাই বলে মা নাকি
ঐ মেঘের দেশে থাকে,
ও মেঘেরা দাওনা ডেকে
একটু আমার মাকে।

আর কতদিন মা কে ছেড়ে
একলা বল থাকি
মা আসেনা দেয় না সাড়া
মা কে এত ডাকি।

মায়ের মত এখন তো আর
কেউ করেনা আদর
কি বা এমন দোষ করিযে
সবাই বলে বাঁদর।

No comments:

Post a Comment