ইসলামী সঙ্গীত লিরিক্স

Saturday, 15 February 2014

দ্বীন দুনিয়ার বাদশা তুমি

দ্বীন দুনিয়ার বাদশা তুমি
তুলনাবিহীন অসীম অপার,
তোমার ইশারায় ঝরে রহমাত
খুলে যে যায় বেহেশতের দ্বার।

সৃজিলে তুমি জ্বীন ইনসান
গাইবে যারা তব গুনগান।
আকাশ জমিন চাঁদ সিতারা
সবি তোমার দান।
যে পায় ওগো তোমার পরিচয়,
সে পরে তব প্রেমের হার।

আলোর দিশারী কামলিওয়ালা
তৃষিত মরুর শীতল ধারা ।
যার বিরহে ভাসে এ বুক
নিশি কাটে তন্দ্রা হারা।
তুমি পাঠালে প্রিয় সেই জন
সকল কালের সেরা রাহ্বার।

কথাঃ সেলিম আশরাফ
সূরঃ ইউসুফ বকুল

1 comment:

  1. এই গানটা কারো কাছে থাকলে যদি দেন তাহইলে খুব খুব উপকৃত হই।

    ReplyDelete