সত্য কথা বলার মত কজন আছো বল।
সত্য পথে চলার মত কজন আছো চল।
কথায় কথায় বাহাদুরী
হর হামেশা ছলচাতুরী।
এসব যারা করে তারা
কাকে করে ফলো।
আমরা জানি মোটেও তারা ভাল মানুষ নয়
ফালতু কাজে সময় যারা করে অপচয়
এর কাছে যায় ওর কাছে যায়
ঝগড়া বিবাদ ধন্ধ বাদায়।
তাদের যত ভালো আমল
নষ্ট সবি হল, কি লাভ ওদের বল?
সত্য কথা বলার মত কজন আছো বল।
সত্য পথে চলার মত কজন আছো চল।
সত্য পথে চলার সাহস কজন রাখো বল
তোমরা আমায় বল।
কথা ও সুর: খাদিজা আকতার রেজায়ী
কন্ঠ: জান্নাতুল ফেরদাউস
No comments:
Post a Comment